নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অভিযানে কলারোয়া সীমান্ত এলাকা থেকে ১শ বোতল ফেনসিডিলসহ এক চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির নাম মোঃ মোস্তফা কামাল(২১)। তিনি যশোর জেলার শার্শা থানার বাগুড়ী বেলতলা এলাকার মৃত শেখ নাজিম উদ্দিন এর ছেলে।
শনিবার(৯ জুন) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা সীমান্ত এলাকা থেকে পাচারের সময় মাদকসহ ওই চোরাকারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, এসআই আনিছুর, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় হেলাতলা গ্রামের হাওয়া ব্রিজের সামনে হেলাতলা টু গনপতিপুর গামী রাস্তায় উপর” হতে মোঃ মোস্তফা কামাল নামের এক জনকে আটকের পর তার হেফাজত হতে একশ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করাহয়। এব্যাপারে কলারোয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।