শহর প্রতিনিধি : সাতক্ষীরায় ৫ম পর্যায়ের ২৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই ঘর হস্তান্তর করবেন। রবিবার (৯ জুন ) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমিসহ ঘর প্রদানের বিষয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ৫ম পর্যায়ে জেলার আশাশুনি ও সদর উপজেলায় ২৫০টি ভূমি ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। যার মধ্যে আশাশুনি উপজেলায় ১৪০ টি দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহ এবং সাতক্ষীরা সদর উপজেলায় বালিথা এল্লারচর আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউজ প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১১০ টি দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহ প্রদান করা হবে।
এ পর্যায়ে ঘর প্রদানের মাধ্যমে আশাশুনি উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হলে সাতক্ষীরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির জানান।
এছাড়া আশাশুনির ১৪০ টি ঘরের জন্য বন্দোবস্ত কবুলিয়ত দলিল রেজিষ্ট্রেশন, নামজারী এবং উপকারভোগীগনের জন্য নির্মিত গৃহের গৃহ সনদ ও নাম ফলক তৈরির নিমিত্ত প্রতিটি ঘরের জন্য প্রাপ্ত বরাদ্দ দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশ টাকা ইতিমধ্যে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক সাতক্ষীরা। এছাড়া এর আগে জেলার বাকি উপজেলাগুলোকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সাতক্ষীরা জেলায় ৩২২৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। উল্লেখ্য ৫ম পর্যায়ে ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরাসহ দেশের ১৮৮ টি উপজেলায় ১৮ হাজার ৫৬৬ টি একক গৃহ হস্তান্তর করবেন।