আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জুন) বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বেলালী, শরিফুজ্জামান মুকুল, ফয়জুল কবীর, শাহজান হাবিব, জগদীশ চন্দ্র সানা, সুব্রত কুমার দাস, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।
আলোচনা সভায় প্রেসক্লাবের আয় ও ব্যয় এর লিখিত হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়া প্রেসক্লাব সংস্কার, প্রেসক্লাব অন্তর্ভুক্ত সদস্যদের পত্রিকা নবায়ন, ঈদ পূর্ণমিলনী, ঈদ পরবর্তী বার্ষিক বনভোজন ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।