এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে ১৮ জুন মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনঃমিলনী অনুষ্ঠিত হয়েছে। একযুগ আগে ফেলে যাওয়া স্মৃতিকাতর ক্যাম্পাসে ফিরে ছাত্র জীবনের ছোট ছোট ঘটনা কিছু স্মৃতি খুঁজে আবেগ আপ্লæত কন্ঠে সোনালী অতীতকে তুলে ধরেন তারা। দুপুরে মোধান্য ভোজের পরে তাদের বর্তমান অবস্থান পরিচিত, অতীত দিনের স্মৃতি পুনঃআবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি হয়।
পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু), সাংবাদিক আব্দুল মাজেদ, সহকারী শিক্ষক কৃষ্ণকান্ত রায়, আমির আলী, বাদশা সাইফুল্লাহ, মাহবুবুর রহমান। ১১সালের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রেজা মুস্তাকিন রুবেল, ফিরোজ হোসেন, হাফিজুর রহমান, আসাদুজ্জামান রিপন, রুবেল হোসেন, আলিমুন, আলমগীর, স্বপন, সাগর, মনিরুল, শরিফুল, ইব্রাহিম, মোমিন, উজ্জল, জাহাঙ্গীর, আমিন,আরাফাত, মারুফ, সুরত আলী, প্রকাশ,সুশান্ত, তপন, মোছা. তহমিনা খাতুন, সেলিনা, মেরি, নাসিমা, রূপালী চৌধুরী, টুম্পা বিশ্বাস, আম্বিয়া, রেহেনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কন্ঠশিল্পী মোমিনুর রহমান।