শেখ মনিরুজ্জামান : পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে কপোতাক্ষ ভেড়ি বাধের ওপর এই লাস টির সন্ধান পাওয়া যায়। কুমিরা এলাকার জনৈক এক মহিলা সকালে ঘাস কাটতে যাওয়ার সময় এই লাসটি দেখতে পায়।
পরবর্তীতে পাটকেলঘাটা থানায় খবর দেওয়ার পর পাটকেলঘাটা থানা পুলিশের সহায়তায় লাসটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি বিষের বোতল, টস লাইট ও পায়ের জুতা পাওয়া গিয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আমার মনে হয় যুবকটি বিষ খেয়ে মারা গিয়েছে।লাসের একটি পা কুকুর কিংবা শিয়ালে বিচ্ছিন্ন করে ফেলেছে। লাসটি দেখে অনুমান করা যাচ্ছে যে ৩/৪ দিন আগে মারা গিয়েছে।লাসের কোন পরিচয় পাওয়া যায়নি।ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।