বাবলা আহমেদ কালিগঞ্জ (ব্যুরো) : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, প্রভাসক সেলিম শাহারিয়ার প্রমুখ।
সভায় কার্যনির্বাহী কমিটির ১৩ জনের একই রকম বেøজার তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়। বেলেজার তৈরি এবং মহান বিজয় দিবসে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য দুইটি পৃথক উপ কমিটি তৈরি হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ কে আহŸায়ক করে এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু কে সদস্য করে বেলেজার তৈরীর উপকমিটি তৈরি করা হয়। বিজয় দিবসের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজুকে আহŸায়ক করে, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু কে সদস্য করে আরেকটি উপ কমিটি তৈরি হয়।