দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জামায়াতে উপজেলা মিডিয়া বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা সখিপুর বাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হক। উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিকীর পরিচালনায় সংবাদ ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সেশন পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মিডিয়া বিভাগের দায়িত্বশীলগন অংশ নেন। এসময় ন্যায় ও সত্য সংবাদ প্রচার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে অপসাংবাদিকতা পরিহার করতে দেশব্যাপী সংবাদকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা জরুরী বলে দাবি করেন বক্তারা।