শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে অনাস্থা

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ১৬, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারীতা, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতিসহ নানাবিধ অভিযোগ এনে শিক্ষক-কর্মচারীরা অনাস্থা প্রকাশ এনে পদত্যাগ দাবী করেছেন। ফুঁসে উঠতে শুরু করেছে ছাত্র অভিববকসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ইতিমধ্যে লাপাত্তা হয়ে আত্মগোপনে অধ্যক্ষ আব্দুল ওহাব।

চলছে মানববন্ধন, স্মারকলিপি পেশ, অভিযোগ দায়েরসহ পদত্যাগে বাধ্য করতে নানান কর্মসূচি। জানাগেছে, ১৯৯৫ সালে স্থাপিত অত্র কলেজটি স্ব গৌরবে মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ৫ শতাধিক ছাত্র ছাত্রী অধ্যায়নরত, অধ্যক্ষ উপধ্যক্ষসহ স্টাফ রয়েছে ৬৫ জন। এই ৬৫ জনের মধ্যে ইতিমধ্যে ৫৬ জন শিক্ষক কর্মচারী দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নিজ নিজ স্বাক্ষর সম্পাদন করেছেন।

লিখিত অভিযোগ করেছেন ২১ জন শিক্ষক কর্মচারী। তাদের নিকট থেকে প্রায় দুই কোটি ৮০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করে গাড়ি বাড়ির মালিক বনে গেছেন। গত ১২ আগস্ট-২০২৪ তারিখে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজের আশেপাশের গ্রামের মানুষ অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে গত ৫ আগস্ট থেকে ধুরন্ধর ঝামেলা এড়িয়ে এই অধ্যক্ষ লাপাত্তা রয়েছেন বলে তার স্টাফরা জানান।

বিক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা তালা ঝুলিয়ে দিয়েছেন অধ্যক্ষের কক্ষে। তোপের মুখে পড়ে অসুস্থতা দেখিয়ে গত ১২ আগষ্ট থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন বলে জানাগেছে। অপরদিকে আন্দোলন কারীরা আগামী রবিবার থেকে অধ্যক্ষের পদত্যাগ ও শাস্তির দাবীতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এমন তথ্য নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। পরিচালনা পর্ষদের মিটিং হয়না দীর্ঘকাল। নিয়োগ প্রক্ষিয়া সম্পাদন হয়েছে নির্জন আর গোপন কক্ষে তৎকালীন দুর্নীতিবাজ এমপি এস এম জগলুল হায়দারের প্রভাব খাটিয়ে।

এমনিভাবে বেরিয়ে আসছে কোটি কোটি টাকা আত্মসাৎ এর নানান কাহিনী। এ ব্যাপারে কথা বলতে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল নম্বর বন্ধ থাকায় সম্ভব হয়নি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর