কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার পুলিন বাবুর হাট চত্বরে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালউদ্দীন লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ও ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাসাস এর আহবায়ক মুর্শিদ গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাজান আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, কৃষকদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের কুশুলিয়া ইউনিয়ন আহবায়ক কাজী শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। এ অনুষ্ঠানে বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ।