আশাশুনি প্রতিনিধি : গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শনিবার বিকেলে আশাশুনি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, আলিমুজ্জামান আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদর বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহ্বায়ক আহসানুল কাদের স্বপন, কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপুর সঞ্চালনায় উপজেলা পর্যায়ে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক আছিফুর রহমান তুহিন, সিনি.যুগ্ম আহ্বায়ক খায়রুল আহসান, সদস্য সচিব জাকির হোসেন বাবু, তাঁতী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক ও ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত পলাশ। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল উপজেলা সদরে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে হাজির হয়।