আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে রাজনীতি কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় ১৮ জন কে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং এঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।
এঘটনায় তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মাজেদ সানার পুত্র মোঃ রেজাউল করিম বাদি হয়ে চান্দি বামনডাঙ্গা গ্রামের গহর গাজীর পুত্র আব্দুল জব্বার মধু, মৃত সহিল উদ্দিন গাজীর পুত্র গফুর গাজী, কুদ্দুস গাজী, মান্নান গাজী, লুৎফর গাজীর পুত্র ইউনুস গাজী,মৃত আলম গাজীর পুত্র রফিকুল গাজী, মৃত জবেদ গাজীর পুত্র রেজাউল গাজী সহ ১৮ জন কে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে ও বাদির সাথে কথা বলে জানা যায় আসামিরা পূর্বে থেকেই রাজনীতি কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে হুমকি, হয়রানি ও ক্ষয়ক্ষতি করে আসছিলো। তিনি বলেন ঘটনার দিন (১৫ আগষ্ট) আমি, আমার ভাই মোঃ মফিজুল ইসলাম, মামাতো ভাই শফিকুল ইসলামের পুত্র ইউসুফ সরদার বিএনপির সমাবেশ শেষে রাতে বামনডাঙ্গা কালিবাড়ীর সামনে পাকা রাস্তা পৌঁছানো মাত্র উল্লেখিত আসামিরা সহ তাদের পেটুয়া বাহিনী নিয়ে আমাদের পথ রোধ করে, বিএনপির সমাবেশে যাওয়ার স্বাদ মিটিয়ে দেবে বলে হাতে থাকা দা, চাইনিজ কুড়াল, লোহার রড, জি আই পাইপ, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা, মারপিট করে মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এতে আমার মামাতো ভাই ইউসুফ সরদার দা এর কোপে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
আসামিরা মামাতো ভাইয়ের এন্ড্রয়েড ফোন ও পকেটে থাকা নগদ অর্থ নিয়ে নেয় এবং ভবিষ্যতে বিএনপির সমাবেশে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।এমতাবস্থায় স্বাক্ষীদের সহযোগিতা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদি আরোও জানান আমার মামা ও তার পুত্রদেরকে আসামিরা এর আগে একাধিকবার মারপিট করে। আমাদের জমি জমা দখল সহ আমাদের উপর বিভিন্ন হয়রানি ও ক্ষয়ক্ষতি করে আসছে।এরই জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে।এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।