বাবলা আহমেদ কালিগঞ্জ (ব্যুরো) : সাতক্ষীরা কালিগঞ্জে নানা বিধ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো পাক হানাদার মুক্ত দিবস। রবিবার ( ২০শে নভেম্বর) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবস টি পালন করা হয়। সকাল ৮ টায় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৯ টায় পতাকা উত্তোলন এবং ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রধানসড়ক প্রদক্ষিণ করে।
এরপর ১১ টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রতনপুর ইউপি সদস্য মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, কালিগঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান রহমান, সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন, সরকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ , সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, মথুরেশপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, কৃষ্ণনগর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী সহ সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগন।
এরপর ১২ টায় শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। দুপুরে মসজিদে এবং মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। দুপুর ২ টায় মধ্যাহ্নভোজের পরে বিকেলে খেলাধুলা এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জ থানা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত অঞ্চল হিসেবে ঘোষিত হয়।