নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতি মার্কেটের পাশে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পাইকগাছা শাখা প্রধান ও এসএভিপি মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিনিয়োগ ইনচার্জ মোঃ মোস্তফা আবু তাহের, অফিসার শেখ আব্দুস সালাম, প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম খান, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, জাহাঙ্গীর আকন এবং ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চলতি বছর অত্র শাখার মাধ্যমে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ৩ হাজার ৪শ টি চারা বিতরণ করা হয়।