আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মানিকখালি ব্রিজের কাছে মৎস্য ঘেরের বাসায় গলায় রশি দেওয়া রাজা সরদার (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। রশিতে ফাঁস আটকে মৃত রাজা সরদার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে।
রাজার বড় ভাই বাদশা জানান, মানিকখালী ব্রিজ এলাকায় তাদের একটি মাছের ঘের রয়েছে। ঘের দেখাশোনার দায়িত্ব ছিল রাজার উপর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘের চৌকি দেওয়ার জন্য গিয়েছিল রাজা। শুক্রবার সকালে বাড়িতে না ফেরায় ঘেরে গিয়ে দেখি গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে তার মরদেহ পড়ে আছে। থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় একটি সূত্রের দাবী, কিছুদিন আগে রাজা পরিবারের অমতে বিয়ে করে। তবে পরিবারে কোনো অশান্তি ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।