আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার পাইথালী বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হয়।
বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন সেক্রেটারী রবিউল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোসেন, মাওলানা আসলাম প্রমূখ।