মনিরুল ইসলাম : সংগীত জগতের খ্যাতিমান কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, বিটিভির তালিকাভুক্ত কন্ঠশিল্পী বাংলাদেশ বেতারের মিউজিক প্রডিউসার, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য, লিনেট ফাইন আর্টসের পরিচালক, উদীচী সাতক্ষীরার সহ সভাপতি আবু আফফান রোজবাবু শারিরীকভাবে অসুস্থ। খ্যাতিমান কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু’র উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার এসডি হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে ঢাকাতে পাঠানো হয়। এসময় রোজবাবুর বাড়ির সামনে থেকে যখন এ্যাম্বুলেন্সে তাঁকে তোলা হয় তখন তাঁর পরিবারের লোকজন ও সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অশ্রæসিক্ত নয়নে বিদায় জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা পারভীন রতœা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ইঞ্জি. কবির উদ্দীন আহমেদ, আব্দুর রশিদ, আকতারুজ্জামান কাজল, উদীচীর মনিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, সাতক্ষীরার গুণী শিল্পী রোজবাবু’র দ্রæত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরাবাসির কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।