আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন।
সহকারী শিক্ষক দেশবন্ধু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উপবৃত্তিভোগীদের নিয়ে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। এসময় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, শিউলি মন্ডল,তপতি গোলদার সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ অভিভাবকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়।