বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পলাশপোল সবুজবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, এডভোকেট আবুল বাসার, শিক্ষানবিশ এ্যাড মোঃ আব্দুল হামিদ, মো. হাসান উল্লাহ, মাজেদ সরদার, রফিকুল ইসলাম বাবুর্চি, শেখ আব্দুল মজিদ, আমজাদ হোসেন লাভলু, ডা. রুহুল ফরহাদ দিপু, সাইদ হোসেন রনি, এ আর এম নাজমুল হাসান, বিএম মনিরুজ্জামান, শেখ সিপারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকায় এডভোকেট দুর্গাপদ এর বাড়ি হতে এডভোকেট আজিজের বাড়ি পর্যন্ত ১১০মিটার সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবুসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘদিনের কাঙ্খিত সিসি ঢালায় রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় অত্রএলাকাবাসীর উদ্যোগে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত