বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার আলিপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলিপুরের বুলারআটি গ্রামের মৃত আ: রশীদ নুরীর পুত্র মনজুর কাদির পৈত্রিক সূত্রে দীর্ঘদিন যাবৎ মাহমুদপুর মৌজার বিআরএস নং ৮৩৭ খতিয়ান, ১১৭৪৭ নং দাগে ০.৩২ একর জমির মধ্যে ০.০৭৩৯ একর জমি ভোগ দখর করে আসছে। কয়েক মাস আগে বুলারআটি গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র ইমরান হোসেন সুক্ত, আকরাম হোসেন ওরফে তুহিন ও মৃত আবুল কালামের স্ত্রী কামরুন্নাহার ভুক্তভোগীর জমি জবর দখল করার চেষ্টা করিলে ভুক্তভোগী মনজুর কাদির বাদী হয়ে গত ২২/০১/২০২৪ তারিখে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালত উক্ত তফসিল জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
মামলা নাং দেওয়ানী ৬৫৪/২৩, যাহার আদেশ নং-০৩। মামলা করার পর জমি দখলকারীরা আরো মরিয়া হয়ে উঠে। তারা আদালতের আদেশ অমান্য করে গত ১১/০৯/২০২৪ তারিখে দলবল নিয়ে উক্ত জমিতে আমগাছ রোপন করে ঘেড়াবেড়া দিয়ে জমি জবর দখল করে নিয়েছে। ভুক্তভোগীরা বাধা দেওয়ায় দখলকারীরা ক্ষিপ্ত হয় এবং দা, কুড়াল নিয়ে ভুক্তভোগীদের তাড়া করে। দখলকারীরা কোন আইন আদালতের তোয়াক্কা করবে না বলে জানান।
ভুক্তভোগী মজনুর কাদির জানান, জমি কেন্দ্রিক যেকোন সময় মারামারি ও খুন জখমের সম্ভাবনা রয়েছে এবং সে তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এজন্য ভুক্তভোগী মনজুর কাদির প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।