মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরের নেহালপুর বাজার কমিটি নির্বাচন জমে উঠেছে। ১৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। নির্বাচনে ২১ সেপ্টেম্বর আজ বাজারের ব্যবসায়ীরা ভোট প্রদান করবেন। তবে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
৪টি পদে প্রার্থী সংখ্যা ১০ জন। সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান (আনারস), মোঃ বাবুল আক্তার (ছাতা) ও মোঃ আনোয়ার হোসেন (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী জিন্নাহ (চশমা), মোঃ মহসীন আলী (ঘড়ি) ও খান জাহান আলী (বাইসাইকেল), সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান (ডেগ) ও আলমগীর (ফুটবল), দপ্তর সম্পাদক পদে কবির হোসেন (আম) ও আঃ হাকিম (গোলাপ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাকী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ১১ জন।
সভাপতি প্রার্থী মোঃ আসাদুজ্জামানের সাথে আলাপকালে তিনি জানান, নির্ধারিত ৪ পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। সভাপতি পদে তিনি তার অবস্থান ধরে রেখে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন। নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান মোল্লা জানান, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয় সে লক্ষেই কাজ করে যাচ্ছি। আশা করি সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।