বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

আবুল হাসান (পারুলিয়া) প্রতিনিধি : দেবহাটা উপজেলার বসন্তপুর খালধার এলাকায় এক ব্যক্তি কর্তৃক অবৈধভাবে সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেছেন। জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের খালধার এলাকায় সরকারী জমিতে ঐ এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে ভূমিহীন ইয়াদ আলি গাজীর পরিবার নিয়ে বসবাস করতেন। সে সময় তিনি সেখানে অনেক গাছগাছালি রোপন করেন।

গত কয়েকমাস পূর্বে ঐ এলাকার এক মামলাবাজ ব্যক্তি মৃত পুটে গাজীর ছেলে নওয়াব আলী বাছলা স্থানীয় এক জনপ্রতিনিধির সহযোগীতায় আহাদ আলীকে মামলার ভয় দেখিয়ে উক্ত জায়গা থেকে উচ্ছেদ করে। সেসময় আহাদ আলী নিরুপায় হয়ে পরিবার পরিজনকে নিয়ে চলে যায়। ইতিমধ্যে আহাদ আলীর লাগানো গাছগুলো বড় হয়ে গেছে। যার কারনে ঐ নওয়াব আলী গোপনে উক্ত গাছগুলো বিক্রি করে দিলে বুধবার সকাল থেকে গাছ কাটা শুরু করে। এসময় আহাদ আলীসহ স্থানীয়রা বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। ইউএনও মোঃ আসাদুজ্জামান সরকারী জায়গার গাছ বিক্রি করা যাবেনা উল্লেখ করে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত