সকাল ডেস্ক : যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে সাতক্ষীরা থেকে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে জনসভায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা ত্যাগ করেন।