কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের কুশুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজের পর কুশুলিয়া গ্রামে থানার উপ-পরিদর্শক নকিব পান্নুর নেতৃত্বে পুলিশ সদস্যরা মরহুম বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজী বুধবার বিকেলে বাই-সাইকেলযোগে বাড়ি থেকে কুশুলিয়া হাটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি, স্ত্রী, সন্তানসহ বহু স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।