আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গ্রাম পুলিশদেরকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ব্রিফিং প্রদান করা হয়েছে। বুধবার (২অক্টোবর) সকালে থানা চত্বরে গ্রাম পুলিশদেরকে আসন্ন দুর্গা পূজা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় “দুর্গা পূজা উপলক্ষে কেউ কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে সে তথ্য সাথে সাথে জানাতে ও কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাম পুলিশদেরকে দ্রুত সময়ের মধ্যে জানানোর এবং সব সময় সতর্ক থাকার জন্য আহ্বান জানান।