সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

প্রতিমার মুকুট চুরি: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গ্রেপ্তারকৃতরা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৪, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি : রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় গ্রেপ্তার করা চারজন। তবে, তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করছেন না মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তা।

রোববার (১৩ অক্টোবর) চারজনকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক এসআই আহমেদ কবির। এর আগে শনিবার সাতক্ষীরার বিচারিক হাকিম সুজাতা আমিন তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-ঈশ্বরীপুর গ্রামের মৃত ছেদাম সরকারের স্ত্রী ও মন্দিরের সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস এবং শ্রীফলাকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহমেদ কবির জানান, শনিবার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে সেবায়েত রেখা সরকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাতক্ষীরার আমলি আদালত-৫ এ হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রোববার তাদের কারাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে এসে প্রতিমার মাথায় একটি সোনার মুকুট পরিয়ে দেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মুকুটটি চুরি হয়ে যায়। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা গেছে।

এ ঘটনায় মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শ্যামনগর থানায় মামলা করেছেন। পরে মামলাটির তদন্তভার জেলা ডিবি পুলিশকে দেওয়া হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

অ্যাডিশনাল ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম কে জেলা পুলিশের শুভেচ্ছা

কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষক সমাবেশ

তীব্র তাপদাহে সাধারণ মানুষকে প্রশান্তি দিতে কুল্যা ইউপি চেয়ারম্যানের ঠান্ডা শরবত বিতরণ

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভাল ফলাফল অর্জনে নিয়মিত পাঠ গ্রহণের বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

তালায় পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ আটক-১

সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও-কে সংবর্ধনা

কথা রাখলেন মশিউর রহমান বাবু : সব শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন

কালিগঞ্জে গ্রাম পুলিশদের সাথে ইউএনও’র মতবিনিময়

পৌরসভা চত্বরে বিল কালেকশন বুথ উদ্বোধন