সহিদুল ইসলাম, ঘোনা প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সদর উপজেলার সকল ৪ নং ঘোনা ইউনিয়ন শাখা কমিটি গঠন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় আলিপুর ইউনিয়ন শাখার কার্যালয় মাহমুদপুর বাজারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, সহ- সম্পাদক গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, জেলা কমিটির সদস্য গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সদর উপজেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম, সদস্য গ্রাম ডাঃ নাছিরউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যরা যথাক্রমে ডা: মহিদ হোসেন, ডা: মজিবর রহমান, ডা: শ্যামল কুমার সরকার, ডা: শশ্বাঙ্ক কুমার সরকার, ডা: ফখরুল হাসান, ডা: সাজেদুর রহমান, ডা: মোকলেছুর রহমান ও ডা: কাজল কুমার প্রমুখ।