সকাল ডেস্ক : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স.ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) আর নেই।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ‘২৪) বেলা ২ টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্ট্রোক জনিত কারনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।