শ্যামনগর সদর প্রতিনিধি : শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর সকাল ১০টা নওয়াবেকী বাজারে চাঁদনীতে আটুলিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে আটুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ সভাপতিত্বে সদস্য সচিব এম, আবুজার গেফারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আটুলিয়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবুল কালাম।
আরো বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরেফিন কামাল মিশু, আসাদুজ্জামান বাবু, ইউনু আলী, মোঃ আলমগীর হোসেন, মুকুল হোসোন, ইসরাফিল হোসেন, উজ্জ্বল, জিয়া মারাফাত, ফারুক হোসেন, ছামাদ, টুটুল উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য এম এম মেহেদী হাচান ও ইকরামুল কবির অন্তর মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক শেখ মিলন হোসেন সিনিয়র সহ-সভাপতি শান্ত ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় আহম্মেদ, এহসান, মাহফুজ, আশিক ও ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।