এ. মাজেদ : সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন। ব্রহ্মরাজপুর বাজারের আহ্বায়ক কমিটি ২৭ শে অক্টোবর রাত ৯ টার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী ২৯-৩১ অক্টোবর মনোনয়ন পত্র ক্রয়,১লা নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করতে হবে। সকাল ০৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ০৪ টা পর্যন্ত। আহ্বায়ক কমিটির দেওয়া তথ্যানুযায়ী মনোনয়নপত্র ক্রয় ও দাখিলসহ নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি. এফ প্রেসক্লাব থেকে পরিচালিত হবে। তপশীল ঘোষণার পর থেকে জেলার সর্ববৃহৎ দৈর্ঘ্য এই বাজারের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি অলিগলিসহ সর্বত্রই নির্বাচনী ঝড় বয়তে শুরু হয়েছে।
তপশীল অনুযায়ী ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র বিক্রির মধ্যে দিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ায় বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সর্বমোট ৬৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিটির সদস্য শামীম সানা, মোস্তাক আহমেদ এবং আল. শাহাদাৎ হোসেন বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর আব্দুল ওয়াদুদ, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল হক দুলু, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ বাবু, গ্রাম ডাঃ মো জিয়াউর রহমান জিয়া, দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক এম এ মাজেদ, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, মুকুল হোসেন, কবিরুল ইসলাম, বাবু, মোক্তার হোসেনসহ প্রার্থীদের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।