বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

‘জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসন, সাতক্ষীরা’র সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এর আয়োজনে ৩০ অক্টোবর, বুধবার, সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি হেনরী সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সনাক সদস্য মো. অলিউর রহমান। কর্মশালার বিষয়বস্তুর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সিই বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।

তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য, অন্তর্ভুক্তি প্রতিষ্ঠান সমূহ এবং শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, সুযোগ ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট এ শুদ্ধাচার সম্পর্কিত লক্ষ্যমাত্রাসমূহ এবং এই লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার এর গুরুত্ব, বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরনের সুপারিশ এবং করণীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৩৪টি সরকারি এবং ২টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করতে নিজ নিজ প্রতিষ্ঠানের আগামী এক বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের অঙ্গীকার প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ‘জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়’ বিষয়ে সকলকে সম্যক ধারণা প্রদান করে বলেন, ‘জনগণের কষ্টািির্জত টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়।

তাই আমাদের সকলের উচিৎ তাদেরকে সততা ও দায়িত্বশীলতার সাথে সঠিকভাবে সেবা প্রদান করা।’ অর্ধ দিবসের কর্মশালায় উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস, সদস্য মো. তৈয়েব হাসান শামসুজ্জামান, কল্যান ব্যানার্জী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ইয়েস সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি’র সিই বিভাগের এরিয়া-কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত