আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মারপিটের ঘটনায় একজন কে গুরুতর আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে।
জানা গেছে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহমান মোল্যার পুত্র সাইদুল কবির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের খেনজি মালির পুত্র মোবারেক মালিকে আসামী করে আদালতে টাকা পয়সা সংক্রান্ত মামলা করে।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে বাদির ভাই মোঃ আলতা মাহাছুম ইসলাম খাজরা মৎস্য সেটে মাছ বিক্রয় করে বাড়ি ফেরার পথে পিরোজপুর-ভোলানাথপুর গেট সংলগ্ন পৌঁছানো মাত্র পিরোজপুর গ্রামের খেনজি মালির পুত্র মোবারেক মালি সহ আরোও অনেকেই তার ভাই কেন মামলা করেছে বলে তাকে রড দিয়ে বেধড়ক মারপিট করে মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে।পরে জখম প্রাপ্ত অবস্থা আহত মোঃ আলতা মাহাছুম ইসলাম কে চিকিৎসার জন্য আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।