কালিগঞ্জ ব্যুরো প্রধান : কালিগঞ্জ মহৎপুর রওজাতুল জান্নাত কারিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হিফজুল কুরআন-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় শুরু হয় ২৯ তম জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪। আলহাজ্ব শেখ আবুল খায়ের এর সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কালিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কোষাধক্ষ ও সাধারণ সম্পাদক।
মাদ্রাসার পক্ষ হতে প্রতিযোগীদেরকে ও মেহমানদের দুপুরে খাবারের ব্যবস্থা করে মহাতপুর জান্নাত কারিয়ানা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষ।সর্বমোট ১৯৪ জন অংশগ্রহণ কারীদের মাঝে ক, খ, গ, ঘ, ঙ এই পাঁচটি ক্যাটাগরিতে বিভিক্ত করে যথাক্রমে ১০ পারা ২০পারা ৩০পারা এবং সম্পূর্ণ হাফেজাদের কে নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহৎপুর রওজাতুল জান্নাত কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুক্তামিম হাফেজ গোলাম মোস্তফা।