শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ই নভেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শাহজান সিরাজ এবং গীতা পাঠ করেন কৃষ্ণ সরকার ব্রহ্মাচারী। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, তার বক্তব্যে জনগণের জন্য আন্তরিক সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা জনগণের সেবক। জনগণের টাকায় প্রশাসনিক কর্মকর্তাদের বেতন দেওয়া হয়, তাই সকল কাজ হবে জনগণ কেন্দ্রিক।” তিনি পবিত্র কুরআনের নির্দেশনার আলোকে সততা বজায় রেখে কাজ করার উপর জোর দেন। ছাত্র প্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, রুহুল আমিন ও বিল্লাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, এবং উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রফেসর আবু সাঈদসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন সেনাবাহিনীর অফিসার মুশফিক, ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তায়জুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এবং সরকারি কর্মকর্তা ও সুধীজনেরা।