দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এ,টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন (১৫) ইভটিজিংয়ের দায়ে আত্নহত্যায় আবু সাঈদ শান্ত সহ সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৬ নভেম্বর সোমবার সকাল ১০ টায় বহেরা এ,টি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আফরোজা খাতুন( ১৫) পুষ্পকাটি গ্রামের ফারিজুল ইসলামের ছোট মেয়ে। সে গত ২৫ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার দিকে বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করে। তাকে প্রথমে কুলিয়া গ্রাম ডা: আ:সবুর সাহেবের কাছে দুইদিন চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শুক্রবার সন্ধায় মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে আফরোজার পিতা ফারিজুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবীতে উক্ত মানব বন্ধন করেছে বহেরা হাইস্কুলের শিক্ষার্থীরা।