শহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টা সাতক্ষীরা জজ কোর্টের সামনে থেকে এ আনন্দ মিছিল বাহির হয় পরবর্তীতে শহরে বিশেষ বিশেষ জায়গা প্রদক্ষিণ করে শহরের সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি আব্দুর রউফ রাজা, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন, জেলা তরুণ দলের সহ সভাপতি এস এম তাজুল হাসান সাদ, সহ সভাপতি শামীম হোসেন, জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শামীম হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, জেলা তরুণ দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক সহ তরুণ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে শক্তিশালী গতিশীল বেগবান ও ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সব সময় প্রস্তুত থাকবে।