শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-২

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো : দেবহাটায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে ১৫ নভেম্বর রোজ শুক্রবার সকাল ৯ টায় দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আজিজপুর গ্রামে। আহতরা হলেন আজিজপুর গ্রামের মোঃ গোলাম রসুলের স্ত্রী আসমা খাতুন-(৪০) ছেলে সাকিব হাসান(১৬)।

আহত আসমা খাতুন জানায়, আমরা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলা ফেলা করছি, কিন্তু তারা আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমাদের সাথে ঝগড়া বিবাদ করে, চলার রাস্তার মধ্যে বিভিন্ন প্রকার গাছ রোপন করে যাতে করে আমরা চলাচল না করতে পারি, আমরা তাদের গাছ গুলা থেকে ডাল কেটে ছেটে দেওয়ার জন্য বলি কিন্তু তারা না কাটলে চলাচলের অসুবিধা হচ্ছে যার কারণে আমি ও আমার ছেলে আজ সকালে একটি গাছের একটা ডাল ভেঙ্গে দিলে, আমার প্রতিবেশী আকবার আলীর ভাইরা ভাই আব্দুল গফফারের ছেলে দ্বীন ইসলাম ও তার ভাই দ্বীন মোহাম্মদের ইন্ধনে আকবার আলী, তার ছেলে গোলাম রসুল, আকবারের জামাই নজরুল ইসলাম, আকবারের মেয়ে সুফিয়া খাতুন, মাশকুরা খাতুন, আমাদের উপর হামলা করে।

এ সময় বাড়ি থেকে আকবার কুড়াল এনে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে, আর নজরুল সাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে, পরে আমরা মাটিতে লুটিয়ে পড়লে, পুনরায় আকবারের মেয়ে সুফিয়া খাতুন, মাশকুরা বাঁশ দিয়ে আমাদের বেধড়ক মারপিট করে। তার পরে আমার স্বামী জানতে পারলে বাড়ি এসে আমাদেরকে উদ্ধার করে রক্তাক্ত অবস্হায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ব্যাপারে আকবারের মেয়ে বলে, আমাদের জায়গায় কি করবো কি না করব সেটা আমাদের ব্যাপার কিন্তু তাদের সাথে আমাদের বিভিন্ন সময় রাস্তা নিয়ে ঝামেলা হয়। তারা কিছুদিন ধরে আমাদের গাছের ডাল কাটতে বললে আমরা আজগার মেম্বার কে জানাইলে তিনি বলেন, ডাল কাটার দরকার নাই, কোন কিছু না বাধলে ছাড়াবে না। এ ব্যাপারে দেবহাটা থানায় ওসি হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে অভিযোগ আসার সাথে সাথে পুলিশ পাঠিয়েছিলাম। তারা সেখান থেকে একটি কুড়াল ও সাবল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত পূর্বক অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

নিজের চালিত ভ্যানে চাপা পড়ে চালকের মৃত্যু

বাঁশদহা আলহাজ্ব মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসায় পুনরায় সভাপতি হলেন বিপুল

কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে শেখ সিদ্দিকুর রহমান নির্বাচিত হওয়ায় সদর এমপি সহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

মৌচাক সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ

দেবহাটায় শতশত মুসুল্লিদের মাঝে গাছের চারা বিতরণ