সাইফুল ইসলাম, রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এক প্রবাসীর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীর জমি দখলসহ সরকারী রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিবন্ধী বিধবা নারী জয়াখালী গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী মোছাঃ আশুরা বেগম বাদী হয়ে ১৭ ই নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর এবং কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোঃ মুনছুর গাজীর পুত্র মোঃ আবু ইসা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়। তথ্য গোপন করে ভারত থেকে প্রয়োজনীয় কাগজ পত্র তৈরী করে ভারতীয় নাগরিক হয়ে পাসপোর্ট করে কুয়েতে যায়। বেশ কয়েক বছর কুয়েতে অবস্থান করে পুনরায় ভারতে ফিরে ভ্রমন ভিসার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে সে দ্বৈত নাগরিক।
১৬ ই নভেম্বর, সকাল ১০ টায় ইসা তার লোকজন নিয়ে বিধবা প্রতিবন্ধী আশুরার স্বামীর পৈত্রিক ১০৩৩ দাগের জমির উপরে গায়ের জোড়ে গাছ কর্তন করে প্রাচীর নির্মাণ করে। অভিযোগের প্রেক্ষিতে কৈখালী ইউনিয়ন ভূমি অফিসের হস্তক্ষেপে আপাতত কাজ বন্দ আছে বলে জানা যায়।
এ বিষয়ে উক্ত অভিযোগের স্বাক্ষী আশুরার স্বামীর ভাই মোঃ রবিউল জানান, মোঃ আবু ইসা বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। সে ভারতীয় পাসপোর্টের মাধ্যমে কুয়েতে যায়। সেখান থেকে ভারতে এসে ভ্রমন ভিসার মাধ্যমে বাংলাদেশে এসে টাকা ও ক্ষমতার দাপটে আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে পাঁকা প্রাচীর নির্মাণসহ গাছ কর্তন করছে। সে কাউকে তোয়াক্কা করছে না।
এ বিষয়ে মোঃ আবু ইসার ব্যবহৃত মোবাইল নং সংগ্রহ করতে না পারায় তার পিতা মুনছুর গাজীর মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রদীব কুমারের মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিষয়টি নজরে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবন্ধী বিধবা নারী আশুরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।