বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

খাজরায় একটি গার্ডার ব্রিজ ও সড়ক নির্মাণে বদলে যেতে পারে পুরো গ্রাম

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২০, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের আদর্শ গ্রাম হিসাবে পরিচিত ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি গ্রাম। গ্রামটিতে প্রায় এক হাজার পাঁচশত লোকের বসবাস। এই গ্রামের প্রায় সব লোক সু-শিক্ষায় শিক্ষিত প্রাথমিক, মাধ্যমিক, কলেজসহ বিভিন্ন সেক্টরে চাকুরিত বাসিন্দারা দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন।

এমন একটি গ্রামের খুব প্রয়োজনীয় একটি গার্ডার ব্রিজ ও যোগাযোগের মাধ্যম রাস্তা নির্মান। যদি একটি গার্ডার ব্রিজ ও একটি গ্রামীন উন্নত সড়ক নির্মান হয় তাহলে পুরো গ্রামের দৃশ্যপট বদলে যাওয়া সম্ভব বলে গ্রামবাসীরা মনে করেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে খোজ নিয়ে জানা যায়, গজুয়াকাটি প্রাইমারী স্কুল সংলগ্ন বাশের জরাজীর্ন সাকো পার হয়ে প্রতিদিন গজুয়াকাটি, ফটিকখালী থেকে বড়দল ইউনিয়নে ও বড়দল ইউনিয়নের পাঁচপোতা থেকে গজুয়াকাটি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীসহ জনসাধারন জীবনের ঝুকি নিয়ে পার হয়ে দৈনিন্দ কাজে যায়।

এছাড়াও গজুয়াকাটি গ্রামের শিক্ষক, কর্মচারী,সাধারন শিক্ষার্থীরাও এই বাশোর সাকো পার হয়ে যার যার গন্তব্য স্থলে যায়। গজুয়াকাটি গ্রামের যাতায়াতে একমাত্র সড়কটিও বেহাল দশা। কিছু ইটের সোলিং কিছু ছোট কাঁচা রাস্তা। যা বর্ষা মৌসুমে মাঝে মাঝে তলিয়ে যায়। যার ফলে এক দিকে জরাজীর্ন বাশের সাকো অন্য দিকে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সব মিলে স্থানীয় শিক্ষিত এই গ্রামের বাসিন্দাদের কষ্টের শেষ নেই।

পিরোজপুর সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক রাহুল দেব মন্ডল জানান,আমাদের গ্রামের উন্নত মানের পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে নিজেদের কর্মস্থলে যেতে খুবই কষ্ট হয়। এমনকি বাড়ির প্রয়োজনীয় কোন জিনিসপত্র আনা নেওয়ার জন্য তিন চাকার ভ্যান পর্যন্ত ব্যবহার করতে পারি না। সব চেয়ে দুর্ভোগ পোহাতে হয় কেউ অসুস্থ্য হলে তাকে মেইন রাস্তা পর্যন্ত আনতে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।

২০২০ সালে বিভিন্ন পত্র পত্রিকায় এই বাশের সাকোর সংবাদ প্রকাশিত হওয়ায় আশাশুনি উপজেলা প্রশাসনের কিছুটা হলেও ঘুম ভাঙে। যার ফলে ২০২১ সালের আগষ্ট মাসে আশাশুনি প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায় গজুয়াকাটিতে একটি গার্ডার ব্রিজ নির্মানরে জন্য মাপ-জরিপ, প্রি-ওয়ার্ক সম্পন্ন হওয়ার পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মহামারী করোনার কারনে টেন্ডার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান, গজুয়াকাটি তে গার্ডার ব্রিজ নির্মান হবে। প্রকল্পটির শুরুর কাজ চলমান আছে। চলতি বছর খালের পানি কমার সাথে সাথে কাজ শুরু হবে। আশা করি কাজটি দ্রুত শুরুর মাধ্যমে এলাকাবাসীর কষ্ট লাগব হবে। এদিকে গজুয়াকাটি গ্রাম থেকে কালকী পর্যন্ত গ্রামীন উন্নত সড়ক দ্রুত নির্মানের জন্য আশাশুনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পাটকেলঘাটায় পি কে এস পি এর আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি

নিরাপদ অভিবাসনে সচেতনতা ও উদ্বুর্দ্ধকরণ সভা

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, দেড় বছর পর যুবক আটক

উপকূলীয় অঞ্চলের মানুষের পুষ্টিকর খাদ্য সুন্দরবনের ঐতিহ্যবাহী কেওড়া ফল

সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান

আশাশুনি থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল আটক

কালিগঞ্জে খরিপ- ২ মৌসুমে ব্রি ধান নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস

শ্রীউলায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ

ফিংড়ির জোড়দিয়ায় আ.লীগের নারী সমাবেশ থেকে নৌকার ভোট দেওয়ার আহবান