দেবহাটা ব্যুরো : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন ও ঘোনা ইউনিয়নের ৪০ জন গ্রাম ডাক্তার দের নিয়ে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্টিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনার অনুষ্টিত হয়। ইউনিমেড ইউনি হেলথ্ ফার্মার ব্যবস্হাপনায় সেমিনার অনুষ্টানে প্রশিক্ষণ প্রদান করেন প্রোডাক্ট ম্যানেজার জনাব কাইফসাদমান।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান ও সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ মহিদ হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ ফখরুল হাসান দিপু ও সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ শ্যামল কুমার সরকার সহ গ্রাম ডাক্তার বৃন্দরা।