দেবহাটা ব্যুরো : দেবহাটায় কোমরপুর আনসার ভিডিপি ক্লাবের নেতৃবৃন্দের হত্যার হুমকিদাতা ও ক্লাব বিরোধী ষড়যন্ত্রকারী আজমীর ও আকতারের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও ক্লাবের সদস্যদের আয়োজন ২৩শে নভেম্বর বিকাল ৪ টায় ক্লাবটির সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, এলাকাবাসী আব্দুল রহমান,জিয়াউর রহমান, গ্রাম্য ডাক্তার বাচ্চু, ও জাহাঙ্গীর হোসেন, বক্তারা বলেন আমরা ১৯৯৬ সাল এই জমিটা ক্রায় করে ক্লাব নির্মাণ করি, কিন্তু আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তাদের দোসর নারী পাচারকারী মাদক ব্যবসায়ী আজমীর ও আকতার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকা থেকে বিতাড়িত করে রেখেছিলো, গত ৫ তারিখ দ্বিতীয় স্বাধীনতা হওয়ার পরে আমরা আমাদের এলাকার উন্নয়ন করার জন্য ক্লাবটি সংস্কার করার জন্য ইট বালু আনলে তারা বাধা প্রদান করেছে এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে।
আমরা যদি এখানে আসি ক্লাব সংস্কার করতে তবে,আমাদের কে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। আমরা চাই যারা আমাদের ক্লাব এতোদিন অবৈধ ভাবে দখল করে আছে ও আমাদেরকে হুমকি দিচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীরএই মানববন্ধন। তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্হা গ্রহণ করার জন্য মানববন্ধনে দাবী জানান হয়।