শামীম রেজা/ আঃ মাজেদ : সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে আ’লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন কতৃক বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ২৩ নভেম্বর শনিবার বিকেলে ব্রহ্মরাজপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধুলিহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক হোসেন মিঠু, ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন, যুবদলের নেতা মিলন হোসেন, মিনহাজ মোর্শেদ, মেহেদী হাসান, বাবু সরদার, মুকুল হোসেন সরদার,সাঈদ মোল্লা মেম্বার, ফিরোজ, হ্যাপি, উজ্জ্বল হোসেন, রুবেল, জুয়েল, মালেক, মোকলেছুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ব্রহ্মরাজপুর বাজারের আশাশুনি সড়কসহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন-দীর্ঘ ১৫ বছর ধরে আ’লীগের দুঃশাসনের বহিঃপ্রকাশ এখন শেষ হয়নি। ছাত্র আন্দোলন গন অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের পরেও ঘাপটি মেরে থাকা আ’লীগ সরকারের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করায় প্রতিবাদ সমাবেশে কঠোর হুঁশিয়ারি দেন।