ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৪) দুপুর ৩টায় পেশাজীবি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির পেশাজীবী বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোস্তফা আসাদুজ্জামান, জেলা শুরা সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল ওহাব সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটিতে উপজেলা জামাতের পেশাজীবী বিভাগের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এবং আমন্ত্রিত অতিথি ও দলীয় নির্দেশনায় কিভাবে আগামী দিনগুলোতে সংগঠনকে শক্তিশালী করা যায় এ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।