দেবহাটা ব্যুরো : দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের ৩য় বর্ষে পদার্পনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের টিমের সার্বিক ব্যাবস্থাপনায় ৩০ শে নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা রূপসী ম্যানগ্রোভে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও টিমের উপ-পরিচালক এস এম ইমরান হোসেন ও সখিপুর ইউনিয়নের সদস্য সোনিয়া খাতুনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ভোমরা সিএনডিফের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু হাসান।
অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষক ইবাদুল ইসলাম, সামাজসেবক রবিউল ইসলাম জাকির হোসেন, সমাজসেবা আসাদুজ্জামান, আনজুআরা খাতুন, উত্তম কুমার, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ, উপ-পরিচালক দিলীপ দাস নীলউপ-পরিচালক শুভংকর রায়, উপ-পরিচালক প্রসেনজিৎ সরকার,সহকারী পরিচালক আল আমিন হোসেন, সহকারী পরিচালক ইয়াছিন খান, সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, সাবেক সহ-সভাপতি নুসরাত জাহান, সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সাবেক সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সহ সকল সদস্য বৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের কে বরণ করে নেওয়া হয়, বরণ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের গত এক বছরে সংগঠনের বিভিন্ন কাজে অবদান ও সংগঠনের নিউজ প্রকাশের জন্য সংগঠনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, গত এক বছর সর্বাধিক রক্তের ডোনার ম্যানেজ করার জন্য বিপ্লব কুমারে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনে সর্বাধিক সদস্য সংগ্রহের জন্য সংগঠনের উপ-পরিচালক রেজাউল করিমকে সম্মাননা প্রদান করা হয়, গত এক বছরে সকল হিসাব সঠিক ভাবে পরিচালনা করার জন্য সংগঠনের উপ-পরিচালক এস এম ইমরান কে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন আমাদের টিম মানবিক পরিবারের আগামী পথচলায় ওনারা সব সময় পাশে থাকে, আর সমাজের ও দেশের কল্যানের লক্ষ্যে কাজ করতে হবে, আগামীতে এই সফলতা ধরে রেখে আমাদের টিম মানবিক পরিবারের শতবর্ষ পালন হোক এই কামনা করেন।