শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু গ্রেফতার করেছে পুলিশ।
শ্যামনগর থানা পুলিশ (১ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভুরুলিয়ার জাহাজঘাটা এলাকা থেকে জাফরুল আলম বাবুকে গ্রেফতার করে। গাবুরা ইউনিয়নের আমির আলী মল্লিকের ছেলে আলম হোসন বাদী হয়ে (২৩ নভেম্বর) শ্যামনগর থানায় মারামারি এবং চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সম্পদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি টিম গাবুরা ইউনিয়নের একটি মারামারিও চাঁদাবাজির মামলায় তাকে আটক করা হয়েছে। মামলা নং ১৬।