বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের পেরি ফেরি ভুক্ত জায়গায় অবৈধভাবে গড়ে তলা সাইদুল বস্ত্রালয়ের দোকান ঘর ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় নাজিমগঞ্জ বাজারে সাইদুল বস্ত্রালয়ের অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সেনাবাহিনী ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ , পুলিশ ফোর্স , কালিগঞ্জ প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দ ও নাজিমগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য নাজিমগঞ্জ বাজারে পেরিফেরি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করায় নোটিশ দেওয়ার পরেও সরিয়ে না ফেলায় গতকাল ৩ রা নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সরকারি কাজে বাধা দিয়ে এসিল্যান্ডকে অবরুদ্ধ করে রাখার কারণে প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চেয়ে মামলা থেকে রেহাই পেলেন সাইদুল বস্ত্রালয়ের তিন ভাই সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুল মোড়ল, সিরাজুল মোড়ল ও মনিরুল ইসলাম ।
অবৈধভাবে তৈরি নাজিমগঞ্জ বাজারে একটি দোকান ভাঙার পর আরেকটি দোকান ভাঙ্গার জন্য একমাস সময় নিলেন উক্ত দোকানের স্বত্বাধিকারী তিন ভাই। এদিকে নাজিমগঞ্জ বাজারে অনেক ব্যবসায়ীরা অবৈধভাবে নির্মিত দোকান ঘর নিয়ে আতংকে আছেন।