নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর ক্যাফেটেরিয়ায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্লের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কবিতা পরিষদ সাতক্ষীরার উপদেষ্টা আমিনুর রশিদ (আরশি বাউল), সাংগঠনিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিশতম কবিতা উৎসবের আহবায়ক কাজী গুলশান আরা, প্রধান সমন্বয়ক হেলাল সালাহউদ্দীন, একোব্বর হোসেন, গাজী হাবিব প্রমুখ। ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সভায় বিশতম কবিতা উৎসব বাস্তবায়নে গৃহীত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে সাতক্ষীরার ত্রিশমাইলে অবস্থিত অগ্রগতি সংস্থায় বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। কবিতা উৎসবের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। সারাদিন ব্যাপী জেলার ৭ উপজেলার কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও দেশের বিশিষ্ট তিনজন ব্যক্তিকে প্রতিবারের ন্যায় এবারও উৎসব মঞ্চে ‘কবিতা পরিষদ পুরস্কার-২০২৪’ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সাতক্ষীরাসহ দেশ-বিদেশের প্রায় ৮০ জন কবির কবিতা নিয়ে ‘বিশতম কবিতা উৎসব পত্রিকা’ প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।