শহর প্রতিনিধি : “ঘরে বাইরে অন লাইনে নারী থাকুক নিরাপদ স্থানে” এই শ্লোগানে ৮ ডিসেম্বর রবিবার ২০২৪ তারিখ ভুমিজ ফাউন্ডেশন এর সুশীল প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশ ইবধঃহরশএর সহযোগিতায় সাতক্ষীরা জেলা নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে যুবকদের অংশ গ্রহনে সাইকেল র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সাইকেল র্যালী সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল কলেজ গেট হইতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা প্রেসক্লাবে শেষ হয়। এর পর সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
এছাড়া বিটনিক থেকে ফাহিমুর রহমান ও খালেদ সাইফুল¬াহ চৌধুরী ভূমিজ ফাউন্ডেশন থেকে মহাদেব দাস, শ্যামল চৌধুরী, তারেক সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ভুমিজ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার। দিবসটি উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সচেতনতা মুলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতার, নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য শপথ বাক্য পাঠ করা হয়।