সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ সদস্যরা ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকা থেকে এ মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক বিশেষ আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১৩ বোতল ভারতীয় মদ ও ৫৫ হাজার ৬০৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, খৈনী এবং ধুপকাঠি আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বেড়িবাধ নামক স্থান হতে ২ বোতল ভারতীয় মদ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী মাঠ ও কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ ও ৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মোটরসাইকেল এবং ভারতীয় শাড়ি আটক করে।

মাদরা বিওপির পৃথক আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার বড়ালী নামক স্থান হতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় ঔষধ আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ১০ লাখ ৪২ হাজার ৭০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে বৃদ্ধের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তির ঘরবাড়ি ভাঙচুর করে জবর দখলের অভিযোগ

পথচারীদের মাঝে বিকিরণ ৮৬’র ইফতার বিতরণ

দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

কালিগঞ্জের মৌতলায় বিএনপির মতবিনিময় সভা

জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতির শর্য্যা পাশে কালিগঞ্জ কমিটির নেতৃবৃন্দ

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লক্ষ্য রাখতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

পাইকগাছা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক সমন্বয় সভা

আশাশুনিতে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তামিম হোসেন সোহাগ