অহিদুজামান, দেবহাটা ব্যুরো : প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) ১৮ই ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা আন্তর্জাতিক অভিবাসী, প্রবাসী দিবসের র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা জামাতের আমির ওলিউর রহমান,বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা নারী বিষায়ক কর্মকর্তা নাসরিন নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার, দেবহাটা উপজেলা জামাতের কর্যকারী পরিষদের সদস্য দেলওয়ার হোসেন, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ, এই সময় বক্তব্যরা বলেন প্রবাসীরা আমাদের দেশের গর্ব আমাদের সবার উচিত তাদের নিরাপত্তা দেওয়া, যারা বিদেশে যাবে তাদের সতর্ক করা, তারা যেনো কোন প্রকার দালাল চক্রের মধ্যেমে প্রতারিত না হয়।