দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. আসাদুজ্জামান এ সাজা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে সদরের এলাকার পিয়ার আলীর ছেলে আশিকুর রহমানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে গাঁজা ও গাঁজাসেবনের উপকরণ উদ্ধার হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২ এর ১ ধারায় আটককৃতকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং ৫ হাজার টাকার জরিমানা করা হয়। জরিমানা প্রদানে ব্যার্থ হওয়ায় আরো দশ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।